জাহ্নবী কাপুর বর্তমানে তাঁর পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারে ব্যস্ত। এরই মধ্যে তিনি ‘দোস্তানা ২’ নিয়ে কথা বললেন। বহুল চর্চিত এ সিনেমাটির শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। বলিউডে গুঞ্জন উঠেছে, করণ জোহর ও কার্তিক আরিয়ানের ঝামেলার কারণেই ছবিটি আটকে আছে । নতুন ছবির প্রচারে এ প্রসঙ্গে কথা বললেন জাহ্নবী।
‘দোস্তানা ২’-তে প্রধান চরিত্রে ছিলেন কার্তিক আরিয়ান, লক্ষ লালওয়ানি ও জাহ্নবী। এক সাক্ষাৎকারে সিনেমাটি আটকে থাকা নিয়ে প্রশ্ন করা হলে জাহ্নবী বলেন, ‘আমিও জানি না কী হয়েছিল। আমার মনে হয়, আমরা ৩০-৩৫ শতাংশ শুটিং করেছিলাম। শুটিং ভালোই চলছিল। জানি না কেন সে ছবিটি আটকে গেল। কোভিডের অনেক আগে ছবিটির শুটিং শুরু করেছিলাম।’
এরপর জাহ্নবীকে যখন প্রশ্ন করা হয়, সেটে । এ বিষয়ে জাহ্নবী কাপুর বলেন, ‘আমার মনে হয় না এ রকম কিছু হয়েছে। তাঁদের দুজনের জন্যই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের মধ্যে কী হয়েছে, আর কী হয়নি, তাঁদেরই জিজ্ঞাসা করা উচিত।’