ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়েছে অনেক আগেই। বিচ্ছেদের পর বিদেশে মাটিতে দুজনকে ঘুরতেও দেখা গেছে। অপুকেই নাকি এক মাত্র স্ত্রী হিসেবে মনে করেন এই ঢালিউড অভিনেতা। এখনও নাকি তাদের মধ্যে রীতিমতো যোগাযোগ বিদ্যমান। কলকাতা থেকে যখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অপু বিশ্বাস, সে সময়ই শাকিবের জন্য বিশেষ বিশেষ উপহার নিয়ে আসেন তিনি। ভিতরের খবর সেই উপহারগুলো হলো, কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে শাকিবের জন্য অপু গুড়ের সন্দেশ নিয়ে আসেন। আর এ নায়কের প্রিয় কাজু বরফি নিয়ে আসেতেও ভুল হয় না তার।
শেষ বার যখন তিনি কলকাতায় গিয়েছিলেন, তখন প্রায় পাঁচ হাজার টাকার শুধু মিষ্টি কিনে নিয়ে আসেন এই নায়িকা। ছেলে জয়ের জন্য হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে প্রিয় শাঁখ সন্দেশ নিয়ে এসেছিলেন। তবে প্রকাশ্যে যদিও শাকিবের সাথে সম্পর্ক নিয়ে কোনও প্রকার মন্তব্য করতে রাজি নন তিনি, আবার শাকিবও মুখে কুলুপ এঁটে বসে আছে। শেষমেশ তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেই ভাবনায় দর্শক ও অনুরাগীরা।