এবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কাজী জাফর উল্যাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন। তবে ২০১৪, ২০১৮ ও চলতি বছরের নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হন তিনি।