সাবেক আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী ইয়েলেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন ছয় কংগ্রেস সদস্য।
এই চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আইনপ্রণেতারা। ‘গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টিবিলিটি অ্যাক্ট’সহ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা।
চিঠি প্রদানকারী আইনজীবীরা হলেন এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, লয়েড ডগেট, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন।
এই বিষয়ে তারা চিঠিতে বলেন, “শেখ হাসিনা সরকার পদত্যাগ করলেও মানবাধিকার আইন লঙ্ঘনের অপরাধে নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। তাই অনতিবিলম্বে ‘গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টিবিলিটি অ্যাক্ট’সহ প্রযোজ্য সব আইনের আওতায় সাবেক সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানসহ সকলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছি আমরা।”
বখতিয়ার/রুশু//