বিশেষ প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় নাসরিনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু ঘটে।
নাসরিন সিদ্দিকী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে থেকে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্রে জানা গেছে, নাসরিন সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে। পরে তাঁর নিজ এলাকা কালিহাতির ছাতীহাটিতে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। স্ত্রী হিসেবে নাসরিন সিদ্দিকী সবসময় তাঁর রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে ছায়াসঙ্গী ছিলেন। তাঁদের পরিবার রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মতৎপরতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় জীবনে অবদান রেখে আসছে।
রাজনীতিবিদেরা বলছেন, নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে দেশ হারাল এক নিবেদিতপ্রাণ নারী নেত্রী, যিনি নীরবে-নিভৃতে সমাজ ও রাজনীতিতে রেখে গেছেন গভীর ছাপ।