বিশ্ব রাজনীতিতে সব সময় আলোচনার শিরোনামে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে নিয়ে মন্তব্য করে ফের আলোচনায় দ্বিতীবার ক্ষমতায় আসা ট্রাম্প। তিনি কানাডাকে আমেরিকার ৫১ তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোমে’ বিনামূল্যে যুক্ত হতে চাইলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হতে হবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে বলেন, কানাডা যদি আলাদা জাতি হিসেবে থাকতে চায়, তবে তাদের গোল্ডেন ডোম প্রকল্পে অংশগ্রহণের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলার ব্যয় করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের রাজ্য হলে কোনো খরচ লাগবে না
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন। তিনি একাধিকবার গ্রিনল্যান্ড, গাজা ও কানাডাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ প্রকাশ করেন। কানাডার সঙ্গে অভিন্ন সীমান্ত থাকায়, দেশটিকে যুক্তরাষ্ট্রের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বারবার প্রকাশ্যে কথা বলেন, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য একটি বৃহৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ নির্মাণ করা হবে, যার সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি ডলার। এই প্রকল্প ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের পথে এগোবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কানাডা এই প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।