গাজীপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার অসুস্থতা দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত ব্যক্তি মো. জহিরুল ইসলাম (৪৬) শ্রীপুর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শ্রীপুরের সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, জহিরুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। গত ১০-১২ দিন ধরে কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন।
তৎক্ষণাৎ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানিয়েছেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কারারক্ষীদের মতে, বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
মৃতের স্ত্রী আমেনা খাতুন বলেন, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পরদিন একটি বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন অজ্ঞাত আসামি হিসেবে আদালতে হাজির করা হয়। আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান। কারাগারে কীভাবে তার মৃত্যু হলো, তা নিশ্চিত নন বলে তিনি জানান।