কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার (৪ মে) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে এই প্রস্তাব দেন।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে সোমবার (৫ মে) জানানো হয়, লাভরভ ও দারের মধ্যে আলোচনার সময় কাশ্মীর পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনায় এই ইস্যু প্রাধান্য পায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদ ও নয়াদিল্লির পারস্পরিক সম্মতির ভিত্তিতে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানে রাশিয়া সহযোগিতার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, লাভরভ এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথেও আলোচনা করেন এবং দুই দেশের মধ্যকার বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।
গত ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাম অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোভিয়েত যুগ থেকে মস্কো ও নয়াদিল্লির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান এবং রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখছে।