বাংলাদেশ কিন্ডারগার্টেন আসোসিয়েশন নওগাঁ জেলার শাখার উদ্যোগে ২০২৩ সালের বৃত্তির পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বেলা ১১টার দিকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নওগাঁ জেলার শাখার আহবায়ক ডা. এসএম জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, আসাদুজ্জামান রিপন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ডানামুনি ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম মাসুদ রানা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমানসহ প্রমুখ
উল্লেখ্য, ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত মোট ৩২০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ সর্বোমোট ১ লাখ ৯৫ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে ২২টি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও
অভিভাবক উপস্থিত ছিলেন।
রনক/আরএ