কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) খেলাধুলা বিষয়ক সংগঠন ‘কুবি স্পোর্টস ক্লাবে’র নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সাবেক সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ ইকরাম হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. কাউছার মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী এ.কে.এম রাসেল, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সোনিয়া সুলতানা।
উল্লেখ্য আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।