কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সজিব।
বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো.আল মামুন ও সাধারণ সম্পাদক ধ্রুব পাহলোয়ান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।
কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন রাফিউল ইসলাম নিবির, মো. আনিসুর রহমান, মো. হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম, মো. হামিদুল হাসান এবং বিথি আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইমন সালাম জয়, আস্-শিফা। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আল-আরাফাত আমিন রাফি, নূর জাহান মিম এবং মির্জা সামিন। অর্থ ও দপ্তর সম্পাদক পদে মনোনীত হয়েছেন আবির হাসান জিম ও মো. সাগর হাসান। ছাত্রী বিষয়ক ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন শামসুন্নাহার ভৌমিকা ও মো. লিটন খান। ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হয়েছেন আশিকুর রহমান।
সদ্য মনোনীত সভাপতি আল মামুন বলেন, ‘জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও যেকোনো ধরনের সমস্যার সমাধানে জামালপুর জেলা ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ও দুর্যোগকালীন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য সিনিয়ররা আমার উপর দায়িত্ব অর্পণ করেছে। উক্ত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সহিত পালন করব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।