কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডিবেটিং সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মুহসিন জামিল।
রোববার (১৫ ডিসেম্বর) ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব, সদ্য সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌস এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছে পরাগ বড়ুয়া নিলয় (প্রশাসন), মোঃ সবুজ ইসলাম (বাংলা বিতর্ক) এবং আরাফাত হোসেন (ইংরেজি বিতর্ক)। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোফাজ্জল হোসেন মোজাহিদ (প্রশাসন), মোঃ এনায়েত হোসেন (বাংলা বিতর্ক) এবং মোঃ লাবিব রহমান (ইংরেজি বিতর্ক)। দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আব্দুর রহমান আস সাদী, অর্থ সম্পাদক হিসেবে মোঃ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তানভীর আনজুম সাজন, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তাইমুন নাহার তিশা, অনুষ্ঠান সম্পাদক হিসেবে নাজমুল হাসান ফাহিম, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক হিসেবে নাজমুস সাকিব এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোঃ শাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন। পাশাপাশি, নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শান্ত মিয়া, কিফায়াত উল হক, ফাহিমা সুলতানা রাতুয়া এবং কানিজ ফাতেমা রিমি।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে সর্বত্র বিতর্ক চর্চা করে আসছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের মধ্যকার যুক্তি ও চিন্তা শক্তির পরিধি বৃদ্ধি করে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে যাবে।’
সদ্য মনোনীত সভাপতি সাদিয়া আফরিন বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় আবেগের জায়গা। তাই বরাবরই এই সংগঠনকে নিয়ে দেখা স্বপ্নগুলোও ছিল অনেক বড়। এই স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য এই কমিটিতে আসা আমার জন্য একটা বড় সুযোগ। পাশাপাশি এই কমিটিতে আসা প্রত্যেকেই তাদের নিজেদের অবস্থান থেকে যোগ্যতার মাপকাঠিতে পরীক্ষিত ও যোগ্য সদস্য। যাদের নিয়ে এই কমিটি আগামী একবছর কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উন্নয়নে সর্বোচ্চ কাজ করবে।’
রকি//বিএন