খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাসুদের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থী।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনশন শুরু করেন শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আহ্বায়ক পলাশ বখতিয়ার (আইপিই ২০১৯-২০), সদস্য সচিব হাফিজুল ইসলাম (গণিত ২০২০-২১) এবং যুগ্ম সদস্য সচিব রাসিদ আবরার (সিইপি ২০২০-২১)।
তারা জানান, কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই কর্মসূচি।
পলাশ বখতিয়ার বলেন, ইন্টেরিমকে বলছি ভিসি মাসুদ যদি নিজে পদত্যাগ না করে, তাহলে তাকে আপনারা অপসারণ করেন। যে রক্তের উপর দিয়ে আপনারা চেয়ারে বসেছেন, সেই রক্তের সাথে বেইমানি কইরেন না।
এছাড়াও শাবিপ্রবির সাধারন শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করে পদত্যাগের দাবিতে একাত্মতা প্রকাশ করছেন।