বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় আন্তর্জাতিক ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
রোববার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
সমাবেশে মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে প্রায় সকল আসনে জামায়াতের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তবে তিনি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
তার ভাষায়, সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া আমরা কোনো প্রকার নির্বাচন গ্রহণ করব না। ২০১৮ বা ২০১৪ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চাই না।
মুফতি আমির হামজার প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, আমরা এমন একজন প্রার্থী মনোনয়ন দিয়েছি যিনি শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরেও সুপরিচিত। তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের প্রতিনিধিরা এবং জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। সমাবেশে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের সক্রিয় ভূমিকা এবং অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।