তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে মুরুব্বি হিসেবে সব সময় সামনের সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি, সুশীল সমাজেরও একজন। আন্দোলন শেষ হওয়ার পর অন্তবর্তী সরকার গঠিত হলে, সেখানে আইন উপদেষ্টার দায়িত্ব পান তিনি। তারপর থেকেই তাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে।
১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জন্মসূত্রে তার নাম মোঃ নজরুল ইসলাম। টিভি টক-শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত।
তথ্যসূত্র অনুযায়ী, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে, ১৯৯৯ সালে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি অর্জন করেন। তিনি কিছু সময় বাংলাদেশের সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়, যেমন: বিবিসি, সিএনএন এবং আল জাজিরা।
১২ মার্চ ২০১২ তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উসকানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত তাকে তলব করে। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিসকক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে ২০১৩ সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। ধারণা করা হয়, সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল।
এছাড়াও আসিফ নজরুল তার লেখালেখির জন্যও বেশ পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য, ‘১/১১ সুশাসন বিতর্ক’, ‘যুদ্ধাপরাধীর বিচার: জাহানারা ইমামের চিঠি’, ‘আওয়ামী লীগের শাসনকাল, নিষিদ্ধ কয়েকজন’, ‘ক্যাম্পাসের যুবক’, ‘আক্রোশ’, ‘পাপ’, ‘উধাও’।
ব্যক্তি জীবনে আসিফ নজরুল প্রথমে অভিনেত্রী এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী রোকেয়া প্রাচীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১২ সালে তাদের সম্পর্কের ইতি ঘটলে ২০১৩ সালে আসিফ নজরুল প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদকে বিয়ে করেন। সেই হিসেবে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার শাশুড়ি। উপদেষ্টা হওয়ার পর থেকে তাদের মধ্যে চলছে অন্যরকম খুনসুটি। ১৫ই আগস্ট শোক দিবস পালনে বাঁধা দেয়ায়, অভিনেত্রী শাওন আসিফ নজরুলের অতীতে ফেসবুকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে করা একটি পোস্ট নিজের একাউন্ট থেকে শেয়ার দিয়েছেন। এরপরও মেয়ের জামাইকে নিয়ে আরোও বেশকিছু পোস্ট দেখা যায় তার ফেসবুকে। যদিও এবিষয়ে ডা.আসিফ নজরুলকে কোনো প্রতিক্রিয়া করতে দেখা যায়নি।
কে এই আসিফ নজরুল?
Previous Article১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার
Next Article ববিতে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা
পড়তে থাকুন
Add A Comment
আমাদের সেবা সমূহ
সম্পাদকঃ ইমরান খান নাহিদ
প্রকাশকঃ এরশাদুর রহমান রিফাত
৭৫৫, গ্রীন রওশন আরা টাওয়ার (সপ্তম তলা),সাত মসজিদ সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ইমেইল: info@bdn71.com
ফোন: +88০১৭৭৪৪২৪৫৩৭
© All rights reserved BDN 71 ২০২৫