চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেলা ৪ টার দিকে ১ নং ফটক সংলগ্ন যাত্রী ছাউনির দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন। গ্রাফিতি অঙ্কন শেষে তারা মোমবাতি প্রজ্বলন করেন এবং কারার ঐ লৌহকপাট, মুক্তির ও মন্দিরও সোপান তলে গান গাইতে থাকেন। পরে প্রজ্বলিত মোমবাতি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে যান। সেখানে তারা রাত ৯ টার দিকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিটের নিরবতা পালন করেন। তারপর জাতীয় সঙ্গীত গেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
স্লোগানে তারা বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে দিব না, দালালি না রাজপথ?/রাজপথ, রাজপথ।”
সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমরা সারাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা নিহত হওয়া সকল শহিদদের সুষ্ঠু বিচার চাই। শিক্ষার্থীরা কর্মসূচি পালনে কোনো প্রকার বাঁধার সম্মুখীন হয়নি বলেও জানান তারা।