বৈষম্যমূলক কোটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে অবস্থান করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১০ জুলাই (বুধবার ) বেলা ২টা ৩০ মিনিটে পূর্বঘষিত সরকারি চাকরির সকল গ্রেডে (৯ম-২০তম) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ ৫% রাখার দাবিতে “বাংলা ব্লকেড” কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালিত হয়।
ক্যাম্পাস থেকে দুপুর আড়াইটায় বিভিন্ন ব্যানার, পোস্টারসহ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালাতে শুরু করে।
আন্দোলনে উপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিচ্ছিলেন, যেমন: ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা? মেধা, মেধা’ ‘কোটা না যোগ্যতা? যোগ্যতা, যোগ্যতা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি।
এছাড়াও শিক্ষার্থীরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ছাড়া আর কোনো কোটা রাখার প্রয়োজনীয়তা নেই। সকল সরকারি চাকরিতে মেধাবীদের অবস্থান নিশ্চিত করতে হবে। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এসময় অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন। একসময় বৃষ্টি পড়লেও, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা।
কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অনুরোধে এবং জনসাধারণের কথা চিন্তা করে আজকের মতো তাদের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টার ব্লকেড কর্মসূচি শেষে ৫ টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং সৃষ্ট তীব্র যানজট আস্তে আস্তে সচল হয়।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে দেশজুড়ে চলছে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পালিত হচ্ছে এই কর্মসূচি।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয়