দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরাও সকল বৈষম্যমূলক কোটা বাতিল এবং যৌক্তিক কোটা সংরক্ষণ করে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হোন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আন্দোলন সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এসময় শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটাবিরোধী বিভিন্ন স্লোগান প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল (১০ জুলাই) মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সিদ্ধান্ত জানায়। এ সম্পর্কে পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পর । এই সময় সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকবে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।
এদিকে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেল সাড়ে ৩টা থেকে অর্ধদিবস এ কর্মসূচি শুরু হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই কর্মসূচি ঘোষণা করেন।