খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) পরিদর্শনে যাবেন তারা।
উক্ত পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে । ১৮ সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও তার মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে করে চলমান হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত।
বিএন//