মার্কিন পপ তারকা টেইলর সুইফট আসবেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। টেইলর সুইফটের এই কনসার্ট উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে বলা হয়, তাদের কাছে কনসার্টের দুটি টিকিট আছে। যেটি বিনামূল্যে দেওয়া হবে। তবে শর্ত হলো— বলতে হবে এই কনসার্টে যাওয়ার জন্য কি মিস করবেন। উত্তর উপযুক্ত মনে হলে টিকিট দেওয়া হবে।
এই কথা শুনে কিয়ারা নামের এক তরুণী বলেন, নিজের খালার ‘শেষ বিদায়ে’ না গিয়ে তিনি কনসার্টে যেতে চান। এমন কথা শুনে চমকে ওঠেন হোস্ট বেক এবং সোডা। সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমে এ তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হোস্টরা তখন তরুণীর কাছে জানতে চান, সত্যিই কি তিনি খালার শেষ বিদায়ে না গিয়ে কনসার্টে যেতে চান কি না। এরপর কিয়ারা নামের ওই তরুণী জানান, তিনি সবকিছু ভেবেই বলছেন; কনসার্টে যেতে চান। কারণ তিনি টেইলর সুইফটের বড় ভক্ত এবং তার সরাসরি কনসার্ট দেখার সুযোগ হয়ত আর আসবে না।
এবং ওই তরুণী তার মাকে অনুরোধ করেন; তিনি যেন তার বোনের শেষ বিদায়ে না গিয়ে তার শিশু সন্তানকে দেখভাল করেন। কারণ তার এক বছর বয়সী সন্তানকে বাড়িতে রেখে তিনি কনসার্টে যেতে পারবেন না।