সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আপিল শুনানিতে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এই রায় ঘোষণা করেন। আদালত থেকে বের হয়ে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, “আদালত ন্যায়বিচার করেছেন। আমি ন্যায়বিচার পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতন না হলে হয়তো আমি আজ ন্যায়বিচার পেতাম না।” তিনি আরও জানান, এই মামলায় তাকে দীর্ঘদিন আটক রাখার উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছিল।
গত ২৩ জানুয়ারি আপিলের শুনানি শেষ হওয়ার পর আদালত ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
২০১১ সালের সেপ্টেম্বরের আগে ও পরবর্তীতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দলের অন্যান্য নেতারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
এ মামলায় ২০১৫ সালে ডিবি পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন, এবং ২০১৮ সালে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মামলার শুনানিতে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
২০২৩ সালের ১৭ আগস্ট প্রথম রায়ে, পাঁচ আসামিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে আপিলের রায়ে মাহমুদুর রহমান খালাস পেয়েছেন।