খুবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (২৩ মে) আয়োজন করা হয় ‘নজরুল উৎসব-২০২৫’।
এ দিন দুপুরের পর থেকে শুরু হওয়া এই আয়োজনের মূল কেন্দ্র ছিল নজরুলের প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার নিয়ে আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “নজরুলের সাহিত্য শুধু অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যতের পথনির্দেশকও। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা আবারও প্রত্যক্ষ করেছি, কীভাবে তাঁর কবিতা ও গান তরুণ সমাজকে আন্দোলিত করেছে।” তিনি নজরুলকে শুধু দ্রোহ নয়, প্রেম ও মানবতার কবি হিসেবেও মূল্যায়নের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী প্রদীপ মহন্ত।
মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন। সভাপতিত্ব করেন নজরুল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মাহমুদ আলম।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য তরুণদের জন্য কেবল আবেগ নয়, এক ধরনের শক্তি ও সমাজ পরিবর্তনের হাতিয়ার। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এ কথাই প্রমাণ করে যে, নজরুল কেবল ইতিহাসের অংশ নন—তিনি সময়েরও প্রতিচ্ছবি।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।