জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম ‘কেইউ ইনসাইডার্স’। আজ সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং ৪র্থ একাডেমিক ভবনের পাশের খালি জায়গায় ফলজ ও ফুলের গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “শহিদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ এবং পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে।” তিনি কেইউ ইনসাইডার্সের ভূমিকাও প্রশংসা করে বলেন, “তারা শুধু তথ্যভিত্তিক প্রতিবেদন নয়, সামাজিক উদ্যোগেও অগ্রণী ভূমিকা রাখছে।”
কেইউ ইনসাইডার্সের এডমিন আল মামুন বলেন, “জুলাই আন্দোলনে আমরা আমাদের ভাই মুগ্ধকে হারাই। ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে গাছ রোপণের মাধ্যমে তাঁকে সম্মান জানাতে চেয়েছি।” তিনি আরও জানান, “ক্যাম্পাসে গাছ কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে। আমাদের এই উদ্যোগের লক্ষ্য পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রার সচিব শেখ আফসার উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং কেইউ ইনসাইডার্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।