ফারাক্কা ব্যারেজের ১০৯ টি গেট খুলে দিয়েছে ভারত। উত্তরবঙ্গের জেলা গুলোতে বন্যার আশংকা তৈরি হয়েছে। বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার উপরে বইছে পানি।
সোমবার (২৬ আগস্ট) মোট ১০৯ টি গেট খুলে দেওয়া হয়। গতকাল (রবিবার) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন। তবে ১০৯ টি গেট খুলে দেওয়ার বিষয়ে জানানো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তবে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের তথ্য বাংলাদেশকে আগে থেকেই দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে এই বিষয়ে বলেন, পানির চাপ দ্রুত বাড়ছে, সবকয়টি গেট খুলতে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ পড়ার সম্ভাবনা ছিলো যা বড় ক্ষতির ধরনের ক্ষতির কারন হতে পারে। ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি এবং ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে।
উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানির ধারণ ক্ষমতা ২৬.২৪ মিটার, সতর্কতা সীমা ২১.২৫ মিটার এবং বিপৎসীমা ২২.২৫ মিটার।
নাসিফ/এমএ//