দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার (১৩ই মার্চ) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মান্নান হল সংলগ্ন মাঠে গণইফতারের আয়োজন করে অত্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আসরের নামাযের পরপরই সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের জুনিয়র,সিনিয়র ও সহপাঠীদের সাথে নিয়ে মান্নান হলের মাঠে আসতে থাকে।অনাবাসিক ছাত্রদের পাশাপাশি শেখ রাসেল,বঙ্গবন্ধু ও জিয়া হলের আবাসিক ছাত্রদের উপস্থিতিও লক্ষণীয় ছিল। শিক্ষার্থীদের নিজ উদ্দ্যেগেই ইফতারি কিনে মাঠে আসতে দেখা যায়।
গণইফতারের আয়োজন প্রসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎফুল্ল ভাব দেখা যায়।এসময় রসায়ন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সিয়াম বিডিনিউজ ৭১ কে বলেন, ” নিজ নিজ ধর্ম পালন আমাদের সাংবিধানিক অধিকার।রমযান মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়া মানে আমাদের সেই সাংবিধানিক অধিকারে নগ্ন হস্তক্ষেপ করা।আমরা তার প্রতিবাদ হিসেবে আজকের এই গণইফতারের আয়োজন করেছি।”
সম্মিলিত মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে শিক্ষার্থীরা ইফতার শুরু করেন।প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসময় একত্রে ইফতার করেন।ইফতার শেষে মাগরিবের নামায আদায়ের মাধ্যমে গণইফতার কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করা হয়।
আল সাদীদ খান শুভ
মাভাবিপ্রবি প্রতিনিধি