গণতন্ত্র মঞ্চের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে রাজধানীর প্রেসক্লাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।
পরে সচিবালয় ঘেরাও এর উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পরে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলটি। এ সময় বেশ কিছু নেতা কর্মী পুলিশের কাটাতারের বেরিকেড ভেঙ্গে সামনে আগানোর চেষ্ঠা করলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। মুহূর্তেই সংঘর্ষে ছড়িয়ে পড়ে সচিবালয় ও জিপিও মোড় এলাকায়।
পরে পুলিশ লাঠি চার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় জোনায়েদ সাকি সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন।
কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা।