গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সরকারের দায়িত্ব: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে সরকারের প্রধান দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে উপেক্ষা করে অন্যান্য বিষয়ে বেশি গুরুত্ব দেয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে উঠছে, যা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। সংবিধান প্রদত্ত আইন প্রয়োগের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।”
এ সময় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করা ব্যক্তিদের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।