গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের পরিচালিত এক অভিযানে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
শনিবার একটি জটিল অভিযানে উপকূলীয় এলাকাজুড়ে সংঘর্ষের পর এই হতাহতের ঘটনা ঘটে।
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধমূলক অভিযানের সময় এই সেনারা প্রাণ হারান।
উল্লেখ্য, ইসরায়েল গত ১৫ মাস ধরে গাজায় তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়রা গণহত্যার শামিল বলে মনে করছেন।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, “আমাদের যোদ্ধারা একটি জটিল অভিযানে কাছাকাছি রেঞ্জে তিন ইসরায়েলি সেনাকে ছুরি দিয়ে হত্যা করে এবং তাদের অস্ত্র বাজেয়াপ্ত করে। এরপর একটি বাড়িতে আক্রমণ চালিয়ে আরও দুই সেনাকে হত্যা করা হয়। সংঘর্ষটি ঘটে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ফাঁকা জায়গায়।”
হামাস হতাহতদের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, ইসরায়েলি সরকার বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরএস//বিএন