গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এবং সেখানে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন রাখার পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বিষয়টি নিশ্চিত করেছে দুই শীর্ষ ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সামরিক উপস্থিতি আরও বাড়বে এবং ইতোমধ্যে চলমান মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৫ মে, সোমবার ভোরে মন্ত্রিসভার ভোটের মাধ্যমে পরিকল্পনাটি অনুমোদন পায়। এর কয়েক ঘণ্টা আগেই ইসরাইলি সামরিক প্রধান জানান, গাজায় বড় ধরনের অভিযান চালাতে সংরক্ষিত সেনাদের ডাকা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপ হামাসের ওপর চাপ বাড়ানোর কৌশল, যার উদ্দেশ্য—ইসরাইলের শর্তে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনা ত্বরান্বিত করা।
এপিকে দেওয়া তথ্যে আরও বলা হয়, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো হামাসকে পরাজিত করা এবং ইসরাইলি বাহিনীর জন্য কৌশলগত সুবিধা নিশ্চিত করা। তবে এর ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় আশ্রয় নিতে বাধ্য হতে পারে।
উল্লেখ্য, মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, ইসরাইলি বাহিনী আবারও গাজায় ভয়াবহ হামলা শুরু করে। বর্তমানে গাজার প্রায় অর্ধেক এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।