ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়ক হয়ে ছাত্রী আবাসিক হলসমূহ প্রদক্ষিণ করে মুন্নী সরণি, পুরাতন রেজিস্ট্রার ভবন ও নতুন প্রশাসনিক ভবন পেরিয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ও দেশবাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের জোরালো আহ্বান জানান।
সমাবেশে শিক্ষার্থীরা ইসরায়েলের ধ্বংস কামনা করে বিশ্বের মুসলিম দেশগুলোকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলি পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং বন্ধ হয়নি। শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবেনা। নিরিহ ফিলিস্তিনিদেরকে বাঁচাতে বিশ্বের সকল দেশকে একত্রিত হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ ছাড়া ফিলিস্তিনের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ।