ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টা বিলম্বের পর আজ রোববার বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার নিশ্চিত করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি এক বিবৃতিতে জানিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তিনি আরও জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ ইসরায়েলকে তিনজন জিম্মি হস্তান্তর করা হবে। এই তিনজনই ইসরায়েলি নাগরিক, যার মধ্যে একজন রোমানিয়ার এবং আরেকজন ব্রিটিশ নাগরিক।
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা জানান, চুক্তির শর্ত অনুযায়ী এই তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তি পাওয়া তিনজনের নাম হল- রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮), এবং দোরোন স্টেইনব্রিচার (৩১)।
এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আজ সকালে জানায়, যুদ্ধবিরতি কার্যকর হতে তিন ঘণ্টা বিলম্ব হবে।