সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার স্ত্রী। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

তার সহপাঠীরা জানান, রোববার রাতে গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উড়াল সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আসিফের স্ত্রী তানজীম বকশী।
পরে সাভারে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে আসিফও মারা যান। তার গ্রামের বাড়ি কালিয়াকৈর উপজেলায়। তাদের মৃত্যুতে উভয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, আসিফ ও তার স্ত্রী রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ‘মাহী স্পেশাল পরিবহন’ এর একটি বাস তাদের চাপা দেয়। পরে চালক পালিয়ে যায়। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ পরে বাসটি জব্দ করে।
প্রতিবেশীরা জানিয়েছেন, গত বছরের জুলাইয়ের দিকে আসিফ ও তানজিমের বিয়ে হয়। তারা তাদের এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়ায় গিয়েছিলেন।
আল সাদীদ খান শুভ,
মাভাবিপ্রবি প্রতিনিধি