কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ ‘বি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষার আহবায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, এ দুটি কেন্দ্রে অংশ নেওয়ার কথা চার হাজার ২৯২জন শিক্ষার্থীর।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়