শিক্ষা মন্ত্রণালয় ২৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দিয়েছে। ২৭ জানুয়ারি, সোমবার মন্ত্রণালয় গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২০ সাল থেকে দেশে সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি, এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি গুচ্ছ পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছু বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেয়। তবে, শিক্ষা মন্ত্রণালয় মনে করছে যে, এককভাবে ভর্তি পরীক্ষা নেয়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি চাপ এবং বিভ্রান্তি সৃষ্টি করবে। তাই, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রায় ৫ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থীর স্বার্থ এবং তাদের দাবির ওপর ভিত্তি করে গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে বিশ্ববিদ্যালয়ের উপাচারকদের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের সঙ্গে আলোচনা করে গুচ্ছ পদ্ধতি চালু রাখার দাবিতে সভা করেছে।