নোয়াখালী প্রতিনিধি,সুমাইয়া আক্তার: নোয়াখালী সরকারি কলেজে গুচ্ছ ভর্তি পরীক্ষা ( ২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়।
আজ ৯ মে শুক্রবার সকাল ১০ টায় গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অবিভাবকদের জন্য নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম রাখা হয়। অবিভাবকদের জন্য ছাউনি, খাবার পানি, শিক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র এবং যাতায়াত ব্যবস্থাও রাখেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের একজন শিক্ষার্থী ভূলবশত নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে চলে আসলে ছাত্রদলের উদ্যোগে বাইক যোগে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঠানোর ব্যবস্থা করা হয়।
অভিভাবকরা জানান, ছাত্র সংগঠন গুলোর সহযোগিতা মূলক কার্যক্রম থাকার ফলে আমাদের ভোগান্তি অনেকটা লাঘব হয়েছে। তীব্র গরমে একটু স্বস্তি পেয়েছি।
এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, ছাত্রদলের তথ্য কেন্দ্র থাকা, খাওয়ার ব্যবস্থা আমাদের জন্য অনেক উপকার হয়ছে। উনাদের সহযোগিতায় আমরা কেন্দ্রে সুশৃঙ্খল ভাবে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহন করতে পেরেছি।
নোয়াখালী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ জানান, শিক্ষার্থীদের জন্য হেল্ফ সেন্টার, বাইক সার্ভিস সহ বিভিন্ন সহযোগিতা মূলক কাজ আজকে আমরা করেছি। শিক্ষার্থী বান্ধব কাজ গুলো করার মাধ্যমে অন্য রকম একটা ভালো লাগা এক্সাইটমেন্ট কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কাজগুলো স্বতঃস্ফূর্ত ভাবে করে আসবে।