বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলো ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্টেডিয়ামগুলোতে আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে খুলনার গল্লামারীতে হরিচাদ ঠাকুর মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আসিফ বলেন, মাঠগুলো আগে প্রস্তুত করে স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করে তুলতে হবে। বিপিএলসহ ঘরোয়া টুর্নামেন্টগুলো ঢাকায় আবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় স্টেডিয়ামগুলোতেও আয়োজন করা হবে।