এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনের ব্যাপারে প্রচলিত ছিলো যে, “চবি স্টেশনের বাতাসে অক্সিজেনের চেয়ে গাঁজার গন্ধ বেশি।” তবে, অভ্যুত্থান পরবর্তী নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত গাঁজা সেবনকারীদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সোমবার (২৮ অক্টোবর ২০২৪) রাত সাড়ে বারোটার দিকে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পাঁচজন গাঁজাসেবীকে আটক করেন।
আটককৃত শিক্ষার্থীরা হলেন: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. টুটুল হাসান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মানিক, ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক।
আলাওল হলের শিক্ষার্থীদের দেওয়া তথ্যমতে, আটককৃত মোজাম্মেল হক আলাওল হলে বিভিন্ন হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত গাঁজার আসর আয়োজন করেন।
সহকারী প্রক্টর সাইদ বিন কামাল জানান, শিক্ষার্থীদের সহায়তায় আমরা পাঁচ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে আলাওল হলে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী হল প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।