কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৯মে) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘উপাচার্য কর্তৃক শিক্ষকদের উপর যে হামলা হয়েছে সেটার কর্মসূচী চলছে। তার সন্ত্রাসী মানসিকতা এবং শিক্ষাবিমুখ চিন্তাচেতনার ফলে এখন তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, ক্যাম্পাস ছেড়ে ঢাকায় পলাতক জীবনযাপন করছেন। বিশ্ববিদ্যালয়ে এখন তার কোনো গ্রহণযোগ্যতা নেই। আমার মনে হয় তিনি যদি অচিরেই পদত্যাগ করেন এবং শিক্ষা কার্যক্রম শুরু হয় তাহলে বিশ্ববিদ্যালয় মুক্তি পাবে।’
উল্লেখ্য, কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো গত সোমবার (৬মে), দ্বিতীয়বারের মতো মঙ্গলবার (৭মে), এবং তৃতীয়বারের মতো বুধবার (৮মে) অবস্থান কর্মসূচী পালন করেছিলেন।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়