থরে থরে সাজানো বিভিন্ন রকমের বই। ব্যানারে লেখা “প্লাস্টিকের বিনিময়ে বই”। কেউ চারটি প্লাস্টিকের বোতল নিয়ে গেলেই তুলে দেওয়া হচ্ছে একটি করে বই। বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্টে দেখা গেল এমন চিত্র।
প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে সচেতনতামূলক এই উদ্যোগ হাতে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান বুলবুল। প্রতিষ্ঠা করেছেন “প্লাস্টিকের বিনিময়ে বই” নামে একটি সংগঠন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্যে জাস্ট প্লাস্টিকের বিনিময়ে বই হ্যান্ডওভার করা না। বরং, একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে আমরা কাজ করছি। আমরা কাজ করছি শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি থেকে বইপাঠের দিকে ফিরিয়ে আনতে। শুদ্ধতার চাষাবাদের লক্ষ্যে আমাদের সংগঠনের পথচলা।”
এসময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসের সাথে লাইন ধরে প্লাস্টিকের বিনিময়ে বই গ্রহণ করতে দেখা যায়।
সৈয়ব আহমেদ সিয়াম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়