উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার (১১ মার্চ) সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়, যা মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদ হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৯টি পদে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২ হাজার ৮৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সভাপতি পদের জন্য আবদুল মজিদ, সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী লড়ছেন। আর সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন— আকতার হোসেন, উম্মুল ওয়ারা সুইটি, এ জিহাদুর রহমান জিহাদ ও খায়রুল আলম।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফরিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের প্রথম জানাজা সকাল ১০টা ৪৫ থেকে ১১টা ১৫ মিনিট জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকবে। ৫টার পর এই সময় বাড়ানো হবে।