শাকিব খান, হিমেল আশরাফ এবং আরশাদ আদনান জুটি মানেই ব্লকবাস্টার হিট। তবে জনপ্রিয় পরিচালক হিমেল আশরাফ এই জুটি থেকে নিজেকে সরিয়ে বিরতি নিচ্ছেন ফিল্ম ইনডাস্ট্রি থেকে।
সম্প্রতি তার দেয়া এক পোস্টর মাধ্যমে এমনটাই ইঙ্গিত করছেন তিনি। ফিল্ম বানানো আপাতত অফ রাখবেন। মূলত তাকে নিয়ে সমালোচনা হওয়ার কারণেই আপাতত ব্রেক নিতে যাচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে।
তিনি একজন মেধাবী নির্মাতা। শাকিব খানের মধ্যে ভার্সেটাইল অভিনয় ব্যাপারটা আয়ত্ত করতে পেরেছেন হিমেল আশরাফ। শাকিবের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করার পিছনে সবচেয়ে বড় অবদান ❝প্রিয়তমা❞ মুভির ডিরেক্টর হিমেল আশরাফের।
অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে তার অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে।