চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে এক অটোরিকশাচালক আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পুরানবাজার ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি খাবারের হোটেল, স্বর্ণের দোকান, মাইক-ব্যাটারি, টেইলার্সসহ মোট ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হিসেবে ধরা হলেও, ব্যবসায়ীরা দাবি করছেন ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি।