রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ । দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দগণ।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও শুভ উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক এস.এম.কামাল উদ্দিন হায়দার ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক এ.এস. এম. আসাদুজ্জামান ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দগণ৷
এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব রাখতে হবে। শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম কাজ পড়াশোনা করা হলেও জীবনে খেলাধুলারও প্রয়োজন আছে। খেলাধুলা যে একজন মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখে তাই নয়, তাকে মানসিকভাবেও সুস্থ রাখে।
এছাড়া তিনি আরও বলেন, আমরা সারাবছর একাডেমিক কার্যক্রম ও পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে, বছরে একটা দিন আমরা শুধু খেলাধুলা করে কাটাবো এরকম একটা দিন বের করা কঠিন হয়ে যায় আমাদের জন্য। তাই আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যে দিনটাকে আমরা শুধুই খেলাধুলা করার মাধ্যমে কাটাতে চাই৷
শিক্ষার্থীরা জানান, খেলাধুলা শরীরের একটা অংশ শরীর ভালো রাখার জন্য খেলাধুলা কোনো বিকল্প নাই। পড়াশোনা মনোযোগ বাড়ানো জন্য আমাদের প্রতিনিয়ত খেলাধুলা প্রয়োজন।
তিতুমীর কলেজের এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি৷ একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা কথা রয়েছে।
আজ উদ্বোধনী আসরে ছেলে-মেয়ে উভয়ের জন্যই আয়োজন ছিল ১০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপ।