প্রায় ১৪ মাস পর চাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। পাশাপাশি কমানো হয়েছে রফতানি শুল্ক। রফতানি শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে এক নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সে সময় দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
চাল রফতানিকারক সুরজ আগরওয়াল বলেন,
‘বাসমতি ছাড়া অন্যান্য চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভারতের এই সাহসী সিদ্ধান্ত কৃষি খাতের জন্য একটি গেম-চেঞ্জার।’
এছাড়াও, চাল রফতানিকারক কেশব কেআর হালদার সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। এর আগে তিনি সরকারের কাছে অবিলম্বে এই নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়েছিলেন।
বিএন