অবশেষে আবারও চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস।
সোমবার (১৯ আগস্ট) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিআরটিএ কর্তৃপক্ষ। ফলে এখন থেকে গ্রাহকরা আবারও আগের মতো বিআরটিএ-র সেবা গ্রহণ করতে পারবেন।
বিআরটিএ-র বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়:
“বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস আবার চালু করায় মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা, অগ্রিম আয়কর প্রদানসহ সকল পরিষেবা কার্যক্রম চালু হয়েছে। যে সকল গ্রাহকরা এ সব সেবা গ্রহণ করতে পারেননি, তাদের সত্বর বিআরটিএ সার্কেল দপ্তর থেকে সংশ্লিষ্ট সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হলো।”
আরএস//