ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা থেকে সঞ্জয় পাল দত্ত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর বেশ কয়েকবার হামলা করে দুর্বৃত্তরা। ফলে তৎক্ষনাৎ চিকিৎসাসেবা প্রদান বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে রবিবার (১ সেপ্টেম্বর) অন্য চিকিৎসকরাও সংহতি প্রকাশ করলে বন্ধ হয়ে যায় দেশের হাসপাতালগুলোর বহির্বিভাগ।
হামলাকারীদের আটক ও শাস্তি প্রদানসহ সারা দেশের চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানান চিকিৎসকরা। কিন্তু দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়ায় দুপুরে গোটা দেশের সকল চিকিৎসাকেন্দ্রে একযোগে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ছয় দফা দাবি পেশ করা হয়। এই আন্দোলনে যোগ দেন ঢামেকের নার্স ও কর্মচারীরাও।
পরে রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে ২৪ ঘণ্টার ভেতর জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেন তাঁরা। বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্ল্যাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
আরএস