পৌষ মাসের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। তবে জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষ বাধ্য হয়ে শীত উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতজনিত কারণে স্থানীয় হাসপাতালগুলোতে সর্দি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, যা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়ে ১০.৮ ডিগ্রিতে পৌঁছালেও হিমেল বাতাস ও কুয়াশার প্রকোপ এখনো রয়ে গেছে।
আরএ//বিএন