চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা শুধু চুয়েট ক্যাম্পাসেই নয়, চট্টগ্রাম শহরের চারটি উপকেন্দ্রেও অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্র হলো চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও আসন সংখ্যা:
চুয়েটের চারটি অনুষদের ১২টি বিভাগে মোট ৯৩১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন ২২ জন শিক্ষার্থী।
পরীক্ষার কাঠামো ও মূল্যায়ন:
২০২৪ সালের নতুন পাঠ্যসূচি অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশেষত ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের জন্য ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল।
লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি এবং ইংরেজিতে ৫টি প্রশ্ন রাখা হয়। চুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায়।
### **গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে একক পরীক্ষা:**
প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে কুয়েট, রুয়েট ও চুয়েট একসঙ্গে প্রকৌশল গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা নিত। এরপর ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যৌথভাবে অনুষ্ঠিত হয়। তবে এবার চুয়েট কর্তৃপক্ষ গুচ্ছ ব্যবস্থা থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে।