কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদ এবং শামীম ভূঁইয়াকে ক্যামেরার লেন্স চুরির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং অভিযোগকারীরা ক্যাম্পাসে এসে অভিযুক্ত আনাস আহমেদকে লাঞ্চিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে উপাচার্য বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, আইন বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী আনাস আহমেদ এবং শামীম ভূঁইয়াকে সাময়িক বহিষ্কার করা হয় বহিষ্কৃত সময়ে তারা একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, হলে অবস্থান এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। অভিযোগকারীরা ক্যাম্পাসে এসে অভিযুক্তকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে সে বিষয়ে তদন্ত করা দরকার এর প্রেক্ষিতে ১০৩ তম সিন্ডিকেটে একটি তদন্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান। এছাড়া, সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম।
এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘অফিশিয়াল চিঠি এখনো আমার হাতে এসে পৌছায়নি, চিঠিটা দ্রুত দেওয়ার জন্য আমি কথা বলেছি। অফিশিয়াল চিঠি হাতে পেলে সামনের সপ্তাহে কমিটির সকলকে নিয়ে একটি মিটিং করবো এবং তদন্তের কাজ শুরু করবো।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উক্ত দুই শিক্ষার্থী কুমিল্লা শহরের একটি কমিউনিটি সেন্টার থেকে ক্যামেরার লেন্স চুরি করেন পরে অভিযুক্ত আনাস আহমেদকে ক্যাম্পাসে এসে লাঞ্ছিত করেন লেন্সের বহিরাগত কয়েকজন।