আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। এরই মধ্যে সবগুলো দল নিয়েছে তাদের সর্বোচ্চ প্রস্তুতি। ৮ জাতির এই টুর্নামেন্ট ঘিরে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। ক্রিকেট বিশ্লেষকরা দিচ্ছেন নানা ভবিষৎবাণী।
রিকি পন্টিং থেকে শুরু করে এ ভি ডি ভিলিয়ার্স, কেভিন পিটারসেনরা মন্তব্য করেছেন দলগুলোর শক্তিমত্তা নিয়ে। সবাই যার যার মতামত দিচ্ছেন। এবার বৈশ্বিক এই টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে মন্তব্য করেছেন ইংলিশ তারকা কেভিন পিটারসেন।
ইংলিশ এই তারকার ফেভারিটের তালিকায় প্রথমে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এরপর তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজল্যান্ডের কথা জানান সাবেক ইংলিশ এই ব্যাটার।
তবে পিটারসেনের চোখে এবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার পেছনে অব্যশক যুক্তিও দিয়েছেন তিনি। পিটারসেনের মতে বেশ কয়েকজন অজি ক্রিকেটারদের ইনজুরি এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ানদের জন্য বাধা হয়ে দাঁড়াবে।